ভরত রায়, চিরিরবন্দর প্রতিনিধিঃ
চিরিরবন্দরে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে রাত দুপুরে ত্রাণ বিতরণ দিনাজপুরের চিরিরবন্দরে ত্রাণ বিতরণ কার্যক্রমে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে ও জনসমাগম এড়াতে রাতের বেলা খেটে-খাওয়া মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার। বুধবার (১ এপ্রিল) রাত ১১ ঘটিকা থেকে ৩ ঘটিকা পর্যন্ত উপজেলা শহর এলাকা সহ বিভিন্ন এলাকার তিন শত পরিবারের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেছেন। জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার জানান, আমরা এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩’শত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। আমাদের এই ত্রাণ তৎপরতা কার্যক্রম থেকে কোনো শ্রমিক, ভিক্ষুক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বাদ পড়বেন না। আমরা প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব। কেউ যেনো একাধিবার ত্রাণ সহায়তা না পায় সে ব্যাপারে আমরা সজাগ আছি। রাতে বেলা ত্রাণ বিতরণ কেন? এব্যপারে জানতে চাইলে তিনি বলেন, দিনের বেলাতে লক্ষ্য করা যায়, ত্রাণ বিতরণ কার্যক্রমের কথা শুনে এলাকায় মানুষের উপস্থিতিতে ‘সামাজিক দূরত্ব’ বজায় থাকে না। আমরা যেহেতু মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছি, সেখানে রাতের বেলাতে ত্রাণ সহায়তা দিতে জনসমাগম হয় না। এতে সরকারের যে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করার নির্দেশনা সেটা নিশ্চিত করা যায়।
Leave a Reply