মোঃতোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১ দোকানদারের ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের পরে সরকারি আদেশ অমান্য করে মুদি দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে অভিযান পরিচালনা করে এই রায় প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রমিজ আলম ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করে সামাজিক দূরত্ব বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের বশির উদ্দিনের ছেলে
মোঃ হানিফ (৩০)কে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
Leave a Reply