সৌদি আরব প্রতিনিধিঃ
করোনা থেকে মুক্ত রাখতে এবং সাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে আজ থেকে সৌদি আরবে ২৪ ঘন্টা কারফিউ শুরু।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ, তাবুক, দাম্মাম, হাফুফ, জেদ্দা, তায়েফ, কাতিফ, এবং আল খোবারে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে।
কারফিউ চলাকালীন সময় সকাল ছয়টা থেকে বিকেল 3 টা পর্যন্ত নিকটবর্তী ফার্মেসি বাকালা থেকে জরুরী কেনাকাটা করা যাবে। তবে বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া যাবেনা, স্বাস্থ্যগত সমস্যায় পরামর্শের জন্য 937 এবং অ্যাম্বুলেন্সের জন্য 997 ফোন করার জন্য বলা হয়েছে। সকল নাগরিকদের সচেতন হয়ে আইন মেনে চলার আহবান জানিয়েছেন।
Leave a Reply