পঞ্চগড় প্রতিনিধি : বোদায় চলমান করোনা পরিস্থিতিতে যখন সবাই বাড়ীতে অবস্থান করছে তখনই মানুষকে ঘরে থাকতে অনুপ্রাণিত করছে বাড়ী বাড়ী বাজার পৌঁছে দিচ্ছে পঞ্চবাজার বোদার সেচ্ছাসেবীরা।
বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন টবি প্রথমে অর্ডার করে বোদা পঞ্চবাজার এর উদ্বোধন করেন।
তাদের নিজস্ব হটলাইন নম্বরে বাজারের জন্য চাহিদা প্রদান করলে সেচ্ছাসেবীরা বাজার হতে সংগ্রহ করে তা বাড়ী বাড়ী পৌছে দিচ্ছেন বাজার মূল্যে। ইতিমধ্যে তা মানুষের মাঝে সাড়া ফেলে দিয়েছে।
এ বিষয়ে পঞ্চবাজার বোদার সেচ্ছাসেবীরা জানান, চলমান সঙ্কট মোকাবেলায় মানুষের ঘরে থাকা একান্ত প্রয়োজন। তবে বিশেষ প্রয়োজনে বাড়ীর বাইরে বের হতে হলেও প্রয়োজন হয় সুরক্ষা ব্যবস্থার। তাই সকলে ঘরে থাকতে আমাদের ছোট একটি উদ্যোগ। আমাদের সেচ্ছাসেবীরা পৌরসদরের বিভিন্ন মহল্লায় চাহিদা অনুয়ায়ী বাজার মূল্যে তা সরবরাহ করছে। বোদা ৎ পঞ্চবাজারের হটলাইন নম্বর ০১৭৫৫৩৩৭৭৮৭, ০১৭৫৭৮৮৭০২২।
Leave a Reply