মামুন কৌশিক, মোহনগঞ্জ থেকে :
সারা বিশ্বে করোনা ভাইরাসের ছোবলে
এখন চতুর্দিকে মৃত্যুর মিছিল।
আমাদের দেশের মানুষ ও হচ্ছে সেই করোনার ভয়ালগ্রাসের শিকার। দিন দিন বেড়ে চলেছে সেই লাশের সংখ্যা। বেড়েই চলেছে সংক্রমিত রোগীর সংখ্যা। সারা দেশের অধিকাংশ এলাকা অঘোষিত লক ডাউনের জন্য মানুষ প্রায় গৃহ বন্দী। সবচেয়ে বেশি অসহায় দেশের খেটে খাওয়া সাধারণ মানুষরা।
আজ মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মন্ডলী এবং শিক্ষক মন্ডলীর ব্যাক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের ১২১ জন দরিদ্র ছাত্র অবিভাবকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি জন প্রায় ৫০০ টাকা করে মোট প্রায় ৬০,০০০ হাজার টাকার চাল,মসুর ডাল,সয়াবিন তেল,পেঁয়াজ, আলু, লবণ, সাবান ইত্যাদি বিতরণ করা হয়। এ বিষয়ে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম সমাজের বিত্তবানদের দেশের এই ক্রান্তেলগ্নে এগিয়ে আসার আহ্বান করেন। তিনি আরও বলেন যে, বিত্তবান যারা আছেন তারা সবাই যদি একটু একটু করে সাহায্যের হাত বাড়ান তাহলে অনেক অভুক্ত মানুষ খেতে পারবে।
Leave a Reply