মামুন কৌশিক বারহাট্টা থেকে : সারা পৃথিবী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে রয়েছে।করোনা ভাইরাসটির প্রভাব কমানোর জন্য সারা দেশের প্রায় সব জেলাকেই অঘোষিত লকডাউন করা হয়েছে।লক ডাউনের প্রভাব গিয়ে পরছে সাধারণ মানুষদের উপর।যারা দিন আনে দিন খায়।যতদিন যাচ্ছে দিনমুজুর মানুষদের জীবন যাপন কঠিন হয়ে পরেছে।সারা দেশের মত বারহাট্টা উপজেলার দিনমুজুর রাও কষ্ট করে জীবন যাপন করছেন।বারহাট্টা উপজেলা থানা পুলিশ সেই অভুক্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন।বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মিজানুর রহমান বলেন যে,নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)জনাব এস এম আশরাফুল আলম পিপিএম স্যারের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল জনাব মোঃ সাইদুর রহমানের প্রত্যক্ষ অংশ গ্রহণে মানবিক পুলিশি এর অংশ হিসেবে আজ বুধবার আমরা কতিপয় নিন্ম আয়ের অভুক্ত মানুষের মাঝে সামান্য সহায়তার চেষ্টা করেছি।বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মিজানুর রহমান আরও বলেন আশা করি বারহাট্টা উপজেলার সকল বৃত্তবান লোকজন প্রকৃত অভুক্তদের সাহায্যে এগিয়ে আসবেন।
Leave a Reply