প্রতিদিনের সময় ডেস্কঃ
আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেনের চির বিদায়ে ” আমতলী – খেপুপাড়ার প্রত্যন্ত অঞ্চল যার পদচারনায় ছিলো মুখরিত। এক শোক বার্তায় জিএম দেলওয়ার হোসেনের মৃত্যুতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান শাখার পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন কেরেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান শাখার সাধারণ সম্পাদক এ এস শ্যামল।
এ এস শ্যামল বলেন, আমতলী মহকুমা বাস্তবায়ন করার জন্য জিএম দেলওয়ার হোসেনের ছিলো সাহসী নেতৃত্ব। জিয়াউর রহমানের শাসন আমলে জিএম দেলওয়ার হোসেনের জীবন ছিল অবরুদ্ধ। স্বৈর-শাসক এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন, আমাদের পথ- প্রদর্শক। ৮৬’র জাতীয় সংসদ নির্বাচনে তিনি ছিলেন সিপাহ – শালার । ৯০’র গনঅভ্যূত্থানের পর দক্ষিন বঙ্গের মুকুটহীন সম্রাট, জনপ্রিয় -জননেতা নিজাম উদ্দিন তালুকদারের পাশে দাঁড়ানোর পালা। ৯১ থেকে আজ ৯ এপ্রিল ২০২০ইং পর্যন্ত আন্দোলন – সংগ্রাম, চড়াই – উৎড়াই, পথ -পরিক্রমার সূতিকাগার জিএম দেলওয়ার হোসেন। অশ্রুসিক্ত নয়নে, চুড়মার হয়ে যাওয়া বিদায় হে প্রিয় নেতা বিদায় ভালো থাকবেন পরপারে৷
আমতলি উপজেলা আওয়ামীলীগ হারালো একজন কর্মীবান্ধব নেতা ৷ বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্ডান শাখার পক্ষ থেকে আমরা গভিরভাবে শোকাহত ও মর্মাহত তার শোকাহত পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা ও সমবেদনা জানাই ৷ আল্লাহ প্রিয় নেতাকে বেহেস্ত নসিব করুন ৷
Like this:
Like Loading...
Leave a Reply