অমরেশ দত্ত জয়, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রী কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।
১০ই এপ্রিল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন।
তিনি জানান, আক্রান্ত ৩২ বছরের ওই যুবকের পৈত্রিক বাড়ী রংপুরে। তবে সে নারায়ণগঞ্জের একটি গেঞ্জির হোসিয়ারিতে চাকুরি করতো। গেলো কিছুদিন আগে সে জ্বর নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তার শ্বশুর বাড়িতে আসে। যদিও সে আসলে এলাকায় মানুষ তাকে বাঁধা দেয়। তবুও সন্দেহভাজন রোগী হিসেবে গত সোমবার (৬ই এপ্রিল) তার এবং তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন আরো জানান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনেই থাকবে। তবে তারা এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করছে। অবস্থার অবনতি হলে তাদের কে ঢাকা পাঠানো হবে। এদিকে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গত ক’দিনে করোনায় আক্রান্ত লোক চাঁদপুরের মতলব উত্তরে ঢুকে পরেছে সন্দেহ এলাকাবাসীর। কেননা নারায়নগঞ্জের কাছাকাছি হলো মতলব উত্তর। তাই জেলার মধ্যে এখন সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে মতলব উত্তর।
এদিকে গতকাল সন্ধ্যা থেকে জেলা কে লকডাউন করেছে প্রশাসন। এদিকে এক সাক্ষাৎকারে চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লক ডাউন করা হয়েছে।
Leave a Reply