সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও জরুরি সুরক্ষার প্রয়োজনে ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন) করা হয়েছে।
শনিবার ( ১১ এপ্রিল) রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো।
এই জেলায় সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।
জেলা প্রশাসক জানান, জেলায় জনসাধারণের ঢোকা ও বের হওয়া নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক-মহাসড়ক দিয়ে অন্য জেলার কেউ এই জেলায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই আদেশ অমান্য করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত নারায়নগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে আসেন তিনজন ব্যক্তি। তারা সবাই নারায়গঞ্জের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। দুইজনের বাসা হরিপুর উপজেলায় একজনের বাসা পীরগঞ্জ উপজেলায়।
Leave a Reply