1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন

ডা:ফেরদৌসের জ্বর, কাশি ও শ্বাসকষ্টে মৃত্যু

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৯৭ জন পড়েছেন

হাকিকুল ইসলাম খোকন /মো:নাসির, সিনিয়র সংবাদদাতা আমেরিকা

জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে জা:ফেরদৌস রহমান নামে এক ডেন্টাল সার্জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। একইসঙ্গে ফেরদৌস রহমানের বন্ধু জানা গেছে মারা যাওয়ার পর জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান তার নমুনা সংগ্রহ করেছে।


ফেরদৌস রহমানের চিকিৎসক বন্ধুরা জানান, তিনি গত এক সপ্তাহ ধরেই জ্বরে ভুগছিলেন, পরে কাশি এবং গলাব্যথা শুরু হয়। জ্বর কমে গেলেও কাশি, গলা ব্যথার সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের পক্ষ থেকে তাকে করোনা পরীক্ষার জন্য বলা হলেও তিনি তাতে রাজি হচ্ছিলেন না, বাসাতেই আইসোলেশনে ছিলেন।


রবিবার (১২ এপ্রিল) তার অবস্থার অবনতি হলে তিনি বাসাতেই মারা যান। তবে যেহেতু তার লক্ষণ-উপসর্গ করোনার ছিল, তাই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান আতিকুর রহমান।
তিনি বলেন, আজিমপুরে ফেরদৌস চেম্বার করতেন, সেখান থেকেই তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: