মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ফাঁকা মাঠে কাঁচা বাজার হস্থান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যলয়ে সভায় এই সিন্ধান্ত নেয়া হয়।
করোনা প্রতিরোধ কমিটির সম্বনয় সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন তাওহীদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসানুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলামসহ উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগণ।
সম্বনয় সভায় উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দুরুত্ব নিশ্চিত করার লক্ষে সাধারন জনগণকে ঘরে রাখার কার্য্যকরি সিদ্ধান্ত হয়। একই সাথে সামাজিক দুরুত্ব বজায় রাখার লক্ষ্যে পৌর শহরের কাচাঁবাজার, ফুলবাড়ী উপশহর মাঠ, সরকারী কলেজ মাঠ ও সুজাপুর স্কুল মাঠে অগামী ৩ মাসের জন্য পৃথক পৃথক ভাবে স্থান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply