মামুন কৌশিক, নেত্রকোণা থেকে : জানা যায় গত শনিবার ১১ এপ্রিল নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ঢাকা ফেরত নরউত্তম সরকার (৫৫) নামের এক ব্যাক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে শ্বাস কষ্ট নিয়ে মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠায়।পরে দেখা যায় যে মৃত নরউত্তমের করোনা টেস্টের জন্য সংগ্রহ করা নমুনার ফল নেগেটিভ আসে।তাই এবার নিজ স্বামী চিকিৎসা অবহেলায় মারা গেছেন এমন অভিযোগে আজ সকালে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেছেন মৃত নরউত্তম এর স্ত্রী এবং ছেলে। পরে এলাকাবাসীও মানববন্ধনে যোগ দেন।মানববন্ধনে উপস্থিত একজন স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন যে, বর্তমান সিজন পরিবর্তনের জন্য আমাদের নিয়মিত স্বাভাবিক ঠান্ডা জনিত শ্বাসকষ্ট, সর্দি জ্বর, এইগুলো বেশি মাত্রায় থাকতেই পারে।তাই বলে কি রোগীদের করোনা হয়েছে বলে মনে করবেন ডাক্তাররা।আমরা কি তাহলে ডাক্তারদের কাছে অবহেলিত হবো।তিনি আরো বলেন যে, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই।তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অভিমত যে তারা নরউত্তম কে বের করে দেন নি তাদের পক্ষ থেকে রোগীকে বাসায় নিয়ে গিয়ে ওষুধ খাওয়ানোর জন্য বলা হয়েছিল।কিন্তুু উনাকে হাসপাতালে নিয়ে আসা আত্বীয় হাসপাতালের মাঠে ফেলে চলে যায়।পরে সেখানেই বিকালের দিকে তিনি মারা যান।স্বজন ফেলে চলে গেলেও কি এমন একটা মু্মুর্ষু রোগীকে বাঁচানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করতে পারত না এমন প্রশ্নের কোন সুদোত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
Leave a Reply