সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ দেশে করোনা সংক্রমণ প্রাদুর্ভাব পরিস্থিতিতে যশোরের শার্শায় প্রতিবন্ধি ও নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সারা দেশের ন্যায় শার্শা উপজেলা প্রতিবন্ধ কল্যান সংস্থার ১০০টি প্রতিবন্ধি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রতিবন্ধি কল্যান সংস্থার নাভারণ অফিসের সামনে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নিজস্ব অর্থায়ন প্রতিবন্ধী ১০০টি পরিবারের মাঝে ৭কেজি চাউল,২ কেজি আলু ও১কেজি ডাউল বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সালেহ্ আহমেদ মিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান,ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন,শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন,শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
Leave a Reply