আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
বিশ্বব্যাপী এক আতংকের নাম করোনা ভাইরাস। করোনা মহামারীর কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি। করোনা ভাইরাসের আতঙ্কে বিভিন্ন দেশে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এ অবস্থায় ঘর থেকে বের হতে পারছে না জনসাধারণ। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষেরা সাময়িক দূর্ভোগে পড়েছে। এই দূর্ভোগ থেকে তাদের পরিত্রাণের অংশ হিসেবে রামগঞ্জ আসনের এমপি ড.আনোয়ার খানের নির্দেশনায় নিজস্ব অর্থায়নে সকল শ্রেণির অসহায়,নিম্ন আয়ের কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরন করেছেন রামগঞ্জ উপজেলা যুবলীগ নেতা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক বিল্লাল হোসেন প্রকাশ সৌদি বিল্লাল, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক সুমন মজুমদার ও প্রিন্স লোধ। বেশ কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়ার অংশ হিসেবে ১৪ ই এপ্রিল দিনব্যাপী ০১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড শেখপুরা ও ০৮ নং ওয়ার্ড নিচাহরাতে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যসামগ্রী নিজ হাতে পৌছে দেন তারা।এইসময় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ০৬ নং ওয়ার্ড ইউপি সদস্য লিটন ঢালী, কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিন হাসান রব, ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুর নবী চৌধুরী,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কাঞ্চনপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাছেল মাহমুদ রাজ,ইউপি যুবলীগ নেতা আরিফ মোল্যা, ইউপি স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাকিব মোল্যা,কাঞ্চনপুর ইউপি ছাত্রলীগ নেতা আকরাম,মানিক সহ প্রমুখ।
উপজেলা যুবলীগ নেতা সৌদি বিল্লাল ও সমাজসেবক সুমন মজুমদার বলেন, মননীয় প্রধানমন্ত্রী ও রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের নির্দেশে বেশ কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে গৃহবন্ধীতে থাকা কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে ০১ নং কাঞ্চনপুর ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত রেখেছি।আমাদেরকে এই কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিচ্ছি। এর ধারা অব্যাহত রেখে মানবসেবায় কাজ করে যাবো ইনশাআল্লাহ ।
Leave a Reply