মোঃ কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ প্রতিনিধি: খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ত্রান নিয়ে পাশে দাড়িয়েছেন হাটিকুমরুল হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানার পক্ষ থেকে খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ত্রান নিয়ে পাশে দাড়িয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া রিজিয়ন এর সার্কেল এসপি মোঃ রায়হান ইবনে রহমান, তিনি বলেন উপস্থিত যারা এসেছে তাদের মাঝে ত্রাণ বিতরণ করছি এবং বাকীটা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে হাটিকুমরুল হাইওয়ে থানা।
উপস্থিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল ইসলাম বলেন হাটিকুমরুল হাইওয়ে থানার পক্ষ থেকে যতটুক সম্ভব হচ্ছে, ভ্যান চালক ,দিনমজুর, খেটে খাওয়া দুঃখী মানুষের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও আধা কেজি করে তেলসহ উপস্থিত যারা এসেছে তাদের দিয়েছি আর বাকিটা লিষ্ট করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।
Leave a Reply