ছিদ্দিকঃ করোনা ভাইরাসের কারণে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কর্মহীন অসহায় ও শ্রমজীবী পরিবারের মানুষগুলো খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল,আলু ও পেঁয়াজ। এছাড়াও হাত ধোয়ার একটি সাবান রয়েছে।
এসময় দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মানুষ ঘরের বাইরে যেতে না পারায় খাদ্যের সংকট দেখা দিয়েছে বিভিন্ন খেটে খাওয়া দরিদ্র পরিবারের মাঝে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এসব খাদ্যসামগ্রী ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের নির্দেশে আমার ইউনিয়নের ২শ কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
Leave a Reply