ভোলা প্রতিনিধিঃ হট লাইনে কল পেয়ে রাতের আঁধারে ত্রান সামগ্রী নিয়ে ঘরের দরজায় গিয়ে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি ।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মিঝি বাড়িসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি শ্রমজীবি পরিবারের মাঝে এসব ত্রাণ ফরহাদ মেম্বারের মাধ্যমে পৌছে দেন তিনি। এর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পিঁয়াজ, লবন ও সাবান।
এসময়, এমপি মুকুল এর সাথে ফোনে আলাপ কালে সাংবাদিকদের জানান অনেকে এখনও অসহায় কিন্তু তারা লজ্জায় কাউকে বলতে পারেন না, তাই রাতে ত্রান সামগ্রী বিতরণ করতেছি কেউ যেনো না জানে আমি যে কোনো দুর্যোগে আমার নির্বাচনী এলাকা ভোলা-২ এর জনগণের পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ।
এমপি মুকুল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে কোন মানুষ না খেয়ে কষ্ট পাবে না। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনে ঘরে থাকতে হবে।
Leave a Reply