ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভায়াশ্রমে মাছ শিকার ও পরিবহনে দায়ে ৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীর অভায়াশ্রমে মাছ ভোলা থেকে বরিশাল পাচার কালে দুটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় ৩৫ মন মাছ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পরে ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী ৪ জেলেকে নয় হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত মাছ এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়া হবে বলে জানান।
Leave a Reply