শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: করানা ভাইরাস সংক্রমণ রাধ জিআর কর্মসূচির দ্বিতীয় পযার্য়র প্রধানম্ত্রী শখ হাসিনার উপহার সামগ্রীর চাল দুস্দর মাঝ বিতরণ করা হয়ছ। বহস্পতিবার সকাল থক দুপুর পর্যÍ উপজলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ থক এই চাল বিতরণ করা হয়।
কুকুটিয়া ইউনিয়ন পরিষদর চয়ারম্যান হাজী মা. বাবুল হাসন বাবু বলন, মাননীয় প্রধানম্ত্রীর প্ররিত উপহার সামগ্রীর চাল ইউনিয়নর ৩৯৮টি অসহায় পরিবারর মধ্য বিতরণ করছি। প্রত্যক পরিবারক ১০ কজি কর চাল দওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রখ আলাদা আলাদা ভাব ওয়ার্ড ভিত্তিক চাল বিতরণ করা হয়ছ। এসময় উপস্তি ছিলন ট্যাগ অফিসার উপজলা যুব উনয়ন অফিসার মা. আবদুল বাকী, ইউপি সচিব মা. ইদ্রীস আলীসহ ওয়ার্ড সদস্যগণ। লক্ষ্য করা গছ, করানার প্রভাব বর্তমান পরিস্িিতিত প্রধানম্ত্রীর প্ররিত উপহার সামগ্রীর চাল হাত পয় অসহায় মানুষগুলার মুখ হাসি ফুট উঠ।
Leave a Reply