সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ মরনঘাতী করোনা ভাইরাসের কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি। বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এ অবস্থায় ঘর থেকে বের হতে পাচ্ছে না জনসাধারণ। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষেরা সাময়িক দূর্ভোগে পড়েছে। এই দূর্ভোগ থেকে তাদের পরিত্রাণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২ টায় ১৫ নং দেবীপুর ইউনিয়নে ১ নং ওর্য়াড আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে ১১০টি হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল ও ২ কেজি আলু, ৫০০গ্রাম ডাল,৫০০গ্রাম তেল ও ১টি মাস্ক এর প্যাকেট সামগ্রী বিতরণ করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় ১৫ নং দেবীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও কৃষক লীগ সহ এলাকার বিত্তবান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, ১ নং ওয়ার্ডে কোন মানুষ না খেয়ে থাকবে না। আমরা আপনাদের পাশে আছি। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় বাড়ী থেকে বের হওয়া যাবে না। আপনারা কেউ আতংকিত হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে অবিরাম কাজ করে যাচ্ছেন।
Leave a Reply