মামুন কৌশিক, বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোণা জেলাকে লক ডাউন করা হয়েছে। কিন্তুু তারপরও জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন আশঙ্কা জনকভাবে বৃদ্ধি পাচ্ছে।বারহাট্টা উপজেলাও তার ব্যাতিক্রম নয়।উপজেলাটিতে দিন দিন আশঙ্কা জনক ভাবে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত ৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে বারহাট্টা উপজেলায়।অনেক সচেতন মানুষের অাশঙ্কা আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে পরবর্তীতে।বারহাট্টা উপজেলা সদরের আসমা ও গোপালপুর বাজার দুটিকে উন্মুক্ত স্থানে স্থানান্তরের জন্য অনেকদিন ধরেই দাবী ছিল এলাকাবাসীর।অবশেষে আসমা বাজারকে বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানান্তর করা হয়েছে।তবে এলাবাসীর দাবি গোপালপুর বাজারকেও যেন দ্রুত খালি জায়গায় স্থানান্তর করা হয়।
Leave a Reply