সাফিয়ান স্বাধীন,রাজশাহী জেলা প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে,লক ডাউনে মালয়েশিয়ায় আটকেপড়া অবস্থাতেও ত্রান সহায়তা দেওয়ার কাজে থেমে নেই রাজশাহী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফায়সাল সরকার ডিকো।
আজ ১৮/০৪/২০২০ ইং রাজশাহী নগরীর রাসিক ১২ ও ১৩ নং ওয়ার্ড এলাকায় ফায়সাল সরকার ডিকোর অনুপস্থিতি ও তার পক্ষ থেকে অসহায় ও মধ্যবিত্তদের মাঝে তার পক্ষে ত্রাণ বিতরণ করা হয়।রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক শাহনেওয়াজ খুরশি রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ হৃদয় সরকার বাতেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম বাঁধন, সদস্য কাওসার হোসেন কোয়েল, মোঃ তুহিন ইসলাম দিপু, সামির,বর্ণ, আলিফ, প্রিন্স,রয়েল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ফায়সাল সরকার ডিকো সকলের কাছে দোয়া চেয়েছেন, মহামারি করোনা থেকে যেন সহিসালামতে বেঁচে দেশে ফিরতে পারেন।
সাফিয়ান স্বাধীন/রাজশাহী
Leave a Reply