মামুন কৌশিক নেত্রকোণা থেকে : করোনা সংক্রমণের ঝুঁকিতে সারা বাংলাদেশ।কিন্তুু নিম্ন আয়ের মানুষ রা না পারছেন ঘরে থাকতে না পারছেন না খেয়ে থাকতে।তাই এই সব মানুষদের জীবন চরম সংকটের মধ্যে রয়েছে।আজকে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সোনাউল্লারচর গ্রামে এই রকম কিছু অভুক্ত মানুষদেরই ত্রাণ দিলেন সোনাউল্লাহরচর গ্রাম নিবাসী মামুন আরএস।তিনি দশ কেজি চাল ও পাঁচ কেজি করে আটা ওই দশ জন অভুক্তের হাতে তুলে দিয়েছেন ।তিনি এই প্রতিনিধিকে বলেন যে, বারহাট্টা সহ সারা দেশের সবাই যদি একটু একটু করে এগিয়ে আসেন তাহলে আমাদের দেশের একজনও না খেয়ে থাকবে না।
Leave a Reply