মোঃ ছিদ্দিক, ভোলাপ্রতিনিধি : করোনা সংক্রামণ বিস্তার ঠেকাতে বন্ধ হয়ে গেছে শ্রমজীবী মানুষের আয় রোজগার। দোকানপাট বন্ধ, রাস্তা ঘাট ফাঁকা, হাতে কাজ নেই, টাকা পয়সাও নেই এতে বিপাকে সাধারণ খেটে খাওয়া মানুষ। এমন অসহায় কর্মহীন মানুষের মাঝে সামজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খান।
ভোলা ২ আসনের জনপ্রিয় সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল’র এর নির্দেশে আজ মঙ্গলবার সকাল থেকে প্রায় ১০০০ হাজার অসহায় দরিদ্র ও কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্য সামগ্রী বিতরণ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা সিনিয়র মসৎ কর্মকতা মাফুজুর হাসনাইন, উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য আলাউদ্দিন মৃর্ধা,দৌলতখান প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফ, চরখলিফা ইউপি অন্যতম সদস্য জাহিদ হোসেন টিটু,এবং অন্যন সদস্য বৃন্দ।
ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু বলেন স্হানীয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের নির্দেশনায় করোনার কারণে যারা কর্মহীন হয়ে পরছে এমন অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply