সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধি : “অর্থাভাবে মানবেতর দিন কাটাচ্ছে সুলতান” শিরোনামে একটি অন লাইন মিডিয়ার সংবাদটি গতকাল সোমবার দৃষ্টিগোচর হয় সিরাজগন্জের সলঙ্গা থানার নি:স্বার্থ,স্বেচ্ছাসেবী, মানব সেবা সংগঠন আছিয়া -বছির ফাউন্ডেশন কর্তৃপক্ষের। ক্ষুধার্ত, অসুস্থ্য সুলতান সলঙ্গার ধুবিল ইউপির আমশড়া গ্রামের বাসিন্দা। ২ বছর ধরে অজানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ব্যয়ে এখন সর্বশান্ত। পরিবারে স্ত্রী,২ সন্তান, বিধবা মা সহ ৫ জনের সংসারে উপার্জনোক্ষম ব্যক্তি ছিল সুলতান। অজানা রোগে সর্বশান্ত সহ করোনায় হত দরিদ্র এই পরিবারটির কাজ না থাকায় তাদের দৈনন্দিন জীবন ধারন হয়েছিল কষ্টকর। তাই খেয়ে না খেয়ে চলছিল তাদের কষ্টের সংসার।স্থানীয় মেম্বর ইনসাব আলী,চেয়ারম্যান হাসান ইমাম সহন তালুকদার সহ সরকারী ত্রাণ বিতরণ কর্তৃপক্ষের সুনজর ছিল না বলে অভিযোগ হত দরিদ্র পরিবারের। তাই সোমবার সন্ধ্যায় অসুস্থ্য, হত দরিদ্র সুলতান পরিবারের পাশে চাল,ডাল,লবন,মরিচ,আলু,তরিতরকারি, ঔষধ,শুকনো খাবার নিয়ে সংগঠনটির জেনারেল সেক্রেটারী ডা: আখতার হোসেন হিরণ ও তার কর্মীরা হাজির হন।তাকে প্রাথমিক ভাবে স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান ও কিছু ঔষধ দেয়া হয়। পরবর্তীতে আরও সহযোগীতার হাত বাড়াবেন বলে আশ্বস্ত করেন সংগঠন কর্তৃপক্ষ। এ সময় উক্ত গ্রামের সাংবাদিক ফারুক হোসেন প্রামানিক,সমাজ সেবক আলমগীর সহ অন্যান্য প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply