ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিকঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ভোলার দৌলতখান পৌরশহরে ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানের এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন দৌলতখান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আলমগীর হোসেন। তিনি এপ্রিল মাসের ৭ টি দোকানের ভাড়া প্রায় ৭২ হাজার টাকা মওকুফ করে দেন।
দৌলতখান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আলমগীর হোসেন জানান, পৌর শহরের ৭ টি দোকান ভাড়ায় আমি পেতাম প্রতি মাসে প্রায় ৭২ হাজার টাকা। চলমান করোনাভাইরাসের কারণে ব্যবসায়ীদের দোকান বন্ধ ও বেচাকেনায় মন্দা চলছে। এ অবস্থায় এপ্রিল মাসের ৭ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাড়া মওকুফ করা হয়েছে।
দৌলতখান পৌরসভার মেয়র জাকির তালুকদার বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আলমগীর হোসেনের এমন সিদ্ধান্ত সত্যিই প্রশংসার দাবিদার। তার মতো উপজেলার সব মালিকপক্ষরা করোনার কারণে ভাড়াটিয়াদের কথা বিবেচনা করে এ মহতী উদ্যোগ গ্রহণ করবেন বলেও আমি আশা করছি।
Leave a Reply