মামুন কৌশিক বারহাট্টা প্রতিনিধি : চলমান করোনা পরিস্থিতিতে সবচেয়ে ঝঁকিতে রয়েছে তিন শ্রেণীর মানুষ।ডাক্তার, পুলিশ ও সাংবাদিকরা সার্বক্ষণিক ঝুঁকি নিয়ে কাজ করছেন।
তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝঁকিতে ডাক্তারগণ।কারণ তারাই সরাসরি বেশি সংক্রমিতদের সংস্পর্শে আসেন।সারা দেশে সাধারণ রোগীদের সেবা করতে গিয়ে ইতিমধ্যে অনেক ডাক্তার, পুলিশ ও সাংবাদিক আক্রান্ত হয়েছেন।বারহাট্টা উপজেলাতেও দশজন করোনা রোগী সনাক্ত হয়।
জানা যায় এদের মধ্যে একজন স্বাস্থ কর্মকর্তা রয়েছেন।তাই আজকে জরুরী সেবার কাজে নিয়োজিত উপজেলা প্রশাসনের কর্মকর্তা, হাসপাতালের ডাক্তার নার্স ও বারহাট্টা থানার পুলিশ সদস্যদের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে PPE ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুহাম্মাদ মাইনুল হক কাসেম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ও বারহাট্টা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ মিজানুর রহমান তা গ্রহণ করেন।
Leave a Reply