গুজব
আলম মন্ডল
গুজব ছড়ায় গুজব রানি
দেখছনি তাদের কথা খানি
হাঁটে তারা বাড়ি বাড়ি
গুজব ছড়ায় রাত্র দিনি।
গুজব করলো কিছু নানি
শোনায় তারা নানান কাহিনি
শুনছনি তাদের আলাপ খানি
গুজব করে খায় চায়ের পানি।।
ফেইস বুকের গুজব রানি
না শুনলো কেউ ধইরা টানি
মনের দুঃখে দরি টানি
এই গুজবে মানুষের জীবন শেষ ।।
Leave a Reply