ওমর ফারুক ভূঁইয়াঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কুড়া উদয় পুর গ্রামের, কিছু সচেতন মূলক যুবকদের নিয়ে গড়ে তোলা “কুড়া উদয়পুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের’ উদ্যোগে চতুর্থবারের মতো গতকাল (বুধবার) ২২ তারিখ রাতের আধারে এলাকার কর্মহীন অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ স্বেচ্ছাসেবী সংগঠন টি ইতিমধ্যে সমাজ সেবামূলক নানা কাজ করে প্রশংসিত হয়েছেন, সাধারণ মানুষের কাছে। এ সংগঠনটি নিজেদের সদস্য এবং সমাজের কিছু বিত্তবান লোকের সাহায্য সহযোগিতায়, বর্তমানে করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় হত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। দেশের বর্তমান করানা পরিস্থিতিতে এলাকায় বিভিন্ন ধরনের সমাজ সচেতন মূলক কর্মসূচি পালন করছেন। কুড়া উদয়পুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।
এ সংগঠনের অন্যতম সদস্য হাসান খন্দকার বলেন, আমাদের সংগঠনের প্রধান সমন্বয়ক ডিপ্লোমা চিকিৎসক নাহিদ খন্দকার (রুশো) সংগঠন তৈরীর মূল উদ্যোগতা নাহিদ খন্দকার উপদেষ্টা (জনাব মোঃ ছানোয়ার হোসেন খন্দকার,(বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি কুড়া উদয় পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) কে,এম রহমতুল্লাহ (ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যাসিলিটি মেম্বার ইসলামী ব্যাংক লিমিটেড)ইকবাল বাহার (সহকারী অধ্যাপক যমুনা ডিগ্রী কলেজ) রুহুল আমিন,(নির্বাচন অফিসার চাটমোহর, পাবনা) জিন্নাত আরা জলি, (নির্বাচন অফিসার ঈশ্বরদী,পাবনা)
হুসাইন মাহমুদ রনি, (ডি.জি.এম মন্ডল গ্রুপ) এদের সাহায্য সহযোগিতায় চতুর্থ বারের মতন ত্রান সামগ্রী বিতরণ সম্পন্ন করলাম। আমরা দেশের যেকোনো পরিস্থিতিতে এলাকার অসহায় হতদরিদ্রদের পাশে আছি এবং থাকবো।
এ সময়ে সংগঠনের মূল উদ্যোক্তা নাহিদ খন্দকার জানান, আমরা এই পরিস্থিতিতে সমাজের আরো কিছু বিত্তবান লোকদের আমাদের পাশে থাকার জন্য আহবান জানাচ্ছি। আমরা যেন এই পরিস্থিতিতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারি।
Leave a Reply