নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে নরসুন্দর সূলভ কুমার শীল এর ৮০ শতক জমির ধান কেটে দিলেন
স্বেচ্ছাসেবকলীগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় সদর উপজেলার আওড়িয়া ইউনিয়নের আওড়িয়া গ্রামের রাজকুমারশীলের ছেলের ধান কেটে দেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশসহ দলের ৩০জন নেতাকর্মিরা।
সূলভ কুমার শীলের মাতা সিফালী শীল বলেন, আমরা গরীব মানুষ আমাদের ধান কেটে ঘরে তোলার স্বামর্থ ছিলনা। মনারা আমাদের ধান কেটে দিয়ে অনেক উপকার করেছে।
সাধারণ সম্পাদক এস এম পলাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা গরীব অসহায়দের ধান কেটে দিচ্ছি। আজ থেকে শুরু যতদিন সমস্যা থাকবে ততদিন ধান কেটে দিব।
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবকলীগ দুঃস্থদের পাশে আছে তারই প্রমান আমাদের ধান কাটা।#
Leave a Reply