সিরাজগঞ্জের কাজিপুরে শুক্রবার দুইজনের রক্তের নমুনা পরীক্ষায় প্রথমবারের মতো করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মানুষের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। কিন্তু এর পরেও কিছু মানুষ অকারণে ঘুরে বেড়ায়। তাদের ঘুরে বেড়ানো ঠেকাতে তথা মানুষকে ঘরমুখী করতে নানা প্রচারণা চালাচ্ছেন কাজিপুর থানা পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলার গুরত্বপূর্ণ স্থানসমূহে এই প্রচাভিযানের নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান। তিনি জানান, “এতোদিন পর্যন্ত কাজিপুর করোনামুক্ত ছিলো। কিন্তু মনসুর নগর ইউনিয়নের মানুষ লকডাউন না মেনে জামালপুর জেলার সরিষাবাড়ীর সাথে অবাধে যোগাযোগ করায় সেখানে সংক্রমিত হয়েছে দুইজন। মানুষকে সচেতন করতে তাই সিরাজগঞ্জের মাননীয় পুলিশ সুপার হাসিবুল আলম স্যারের নির্দেশনা মোতাবেক প্রচার প্রচারণা অব্যাহত রাখা হয়েছে।”
Leave a Reply