বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় কোরআনে হাফেজদের নিয়ে এমপি এনামুল হক ইফতার করেছেন। সোমবার (২৭ এপ্রিল) সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে হাফেজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত কোরআনে হাফেজদের নিয়ে এই ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব মুহুর্তে দেশে চলমান করোনা ভাইরাস মোকাবেলায় মহান আল্লাহর নিকট দোওয়া করা হয়।
ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কাউন্সিলর হাচেন আলী, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক ও সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল।
এ সময় বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply