covid ১৯ এর থাবায় সারা বিশ্ব যখন চূর্ণ বিচূর্ণ এবং বিশেষ করে বাংলাদেশের মতো গরিব দেশের খেটে খাওয়া মানুষেরা কাজ কর্ম হারিয়ে অসহায় দিনাতিপাত করছে ঠিক তখনি নাড়ির টানে নিজেদের জন্মস্থান জকিগঞ্জ উপজিলার বারহাল উনিয়নের শাহবাগ এলাকার নূরনগর গ্রামের দুই ভাই যুক্তরাজ্য প্রবাসী শাকিল জাকারিয়া চৌধুরী ও যুক্ত রাষ্ট্র প্রবাসী তানভীর চৌধুরী শাওন দাড়িয়াছেন নিজ এলাকার অসহায় মানুষের পাশে ।উক্ত দুই ভাই প্রথম ধাপে ৮০ টি পরিবারকে গত ৩১মার্চ এবং দ্বিতীয় ধাপে ১০০ টি পরিবারকে ২এপ্রিল সম্পূর্ণ নিজেস্ব অর্থায়নে নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করেন । আল্লাহ উনাদের দান কে কবুল করুন , আমীন ।
Leave a Reply