মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে তিন ব্যবস্যায়ীর দুই হাজার একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুর ১২টায় পৌর বাজারে ভ্রাম্যান আদালতের অভিযান পরিচালনা করে, এই জরিমানা আদায় করেন ভ্রাম্যামন আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, দুপুর ১২ থেকে ১টা প্রর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর বাজারে অভিযান চালিয়ে, সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে, হোটেল ব্যবস্যায়ী আসোয়াদ হোসেনের এক হাজার টাকা, চারু মিয়ার এক হাজার টাকা ও কাপড় ব্যবসায়ী লুৎফর রহমানের ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন।
Leave a Reply