রাজু আহমেদ, সিংড়া:
নাটোরের সিংড়া থানা পুলিশের ব্যতিক্রমী আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী এবং কৃষি শ্রমিকদের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
রবিবার সাড়ে ১১ টার দিকে ডাহিয়া ইউনিয়নের পুর্ব ভেংরি গ্রামে শতাধিক কৃষি শ্রমিকদের সচেতন মুলক বক্তব্য শেষে এসব সামগ্রী বিতরন করেন, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার ও সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দীকি।
বক্তব্য প্রদান কালে সহকারী পুলিশ সুপার জামিল আকতার বলেন, চলনবিল শস্য ভান্ডার এলাকা। বিভিন্ন জেলা থেকে এখানে শ্রমিকরা আসছে। তাদের সচেতনতা থাকতে হবে, করোনাভাইরাস মোকাবিলায় সবার সচেতন জরুরি। সামাজিক দুরত্ব মেনে ধান কাটার পরামর্শ দেন তিনি।
Leave a Reply