সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়নের ১৪ হাত কালীতলা এলাকায় গাঁজার ৩ টি গাছসহ মোঃ মনতাজ (৩২) নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২ টা চৌদ্দহাত কালীতলা সালন্দর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোঃ মনতাজ (৩২)চৌদ্দহাত কালীতলার বাসিন্দা মৃত রুস্তাম আলীর ছেলে।
মনতাজ (৩২)ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটকে জানান, আমি তিনটি গাছ রোপন করেছি। তার দাবি, ঠাকুরগাঁও গাঁজা না পাওয়ায় নিজেই গাছ রোপণ করে কাজের ফাঁকে গাঁজা সেবন করতেন। তবে বিক্রি করেন না।
উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশসহ শহরের ১৪ হাত কালীতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ টি গাঁজার গাছসহ মনতাজ কে আটক করা হয়।তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানান।
Leave a Reply