এম. আবদুল্লাহ সরকার- রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের পল্লী নিমগাছী ও ধামাইনগর এলাকায় টিসিবি’র পণ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ শামীমুর রহমানের নির্দেশে সহকারী কমিশনার ( ভুমি) সুবীর কুমার দাসের উপস্থিতিতে স্বল্প আয়ের প্রায় ৬শ মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে টিসিবি’র পূণ্য বিতরণ করা হয়।
কর্তৃপক্ষ জানায়, বিশ্বব্যাপী করোনার ভয়াবতায় বাংলাদেশের জনসাধারণও আক্রান্ত হওয়ার ভয়ে সরকারের নির্দেশে ঘরে বন্দি কর্মহীন মধ্যম আয়ের জনসাধারণের জন্য সরকার কর্তৃক বরাদ্ধকৃত স্বল্প মূল্যের এই পূণ্য দ্রব্য সুষ্টভাবে বন্টিত হয়ে আসছে।
এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রনি, ডা. রবিন প্রমুখ।
এই পূণ্য বিতরণে মানুষের উপচে ভীর ছিল লক্ষনীয়।
Leave a Reply