নড়াইল প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস রোধে কর্মহীন খাদ্য সংকটে থাকা অসহায় নারীদের পাশে দাঁড়ালেন গ্রামীন ব্যাংক। নড়াইলের গ্রামীণ ব্যাংকের আউড়িয়া বাজার শাখার উদ্যোগে ১২জন খাদ্য সংকটে থাকা অসহায় মহিলাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১১টায় আউড়িয়া বাজার শাখা কার্যালয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রদীব কুমার বিশ্বাস, সহকারি শাখা ব্যবস্থাপক শামীম হোসেন, এরিয়া ম্যানেজার লোকমান হোসেন উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।
গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্য অহসায় ১২জনকে জনপ্রতি ৩০কেজি চাল, ডাল ৪কেজি, তৈল ২কেজি, লবন ২কেজি, আলু ৮ কেজি, পিয়াজ ৪ কেজি, সাবান ৪টি ও নগদ ৬ শত টাকা অনুদান দেওয়া হয়।#
Leave a Reply