আব্দুর রউফ রুবেল, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে ১২শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
বুধবার(৬ মে) দিবাগত রাত ২ টার দিকে শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১২শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মো: শহীদুল ইসলাম(৩৬) চট্টগ্রামের সাতকানিয়া থানার খাগরিয়া এলাকার আ:ছাত্তারের ছেলে।বর্তমানে গাজীপুরের শ্রীপুর উপজেলার দারোগারচালা(শ্বশুর নজরুল ইসলামের বাড়ী)বসবাস করতো।মো:সেলিম (২০)ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়াইর গ্রামের মো:ফজলুল হকের ছেলে। বর্তমানে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড এলাকায় বসবাস করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই আঃ মালেক জানান,আসামিদেরকে গ্রেফতার করে আজ (বৃহস্পতিবার ৭ মে) কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply