সাফিয়ান স্বাধীন,রাজশাহী জেলা প্রতিনিধিরাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৮নং বাসুদেবপুর ইউনিয়নে মানবতার হাত বাড়িয়েছেন জুলফিকার আলী ভুট্টু।সকাল-সন্ধ্যা চোষে বেড়াচ্ছেন বাসুদেবপুর ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে,খুঁজে ফিরেন হতদরিদ্র্য, অসহায়,ছিন্নমূল ও অনাহারিদের ঠিকানা।পৌছে দিচ্ছেন খাবার ও চিকিৎসা অনিবার্যদের চিকিৎসার ব্যবস্থা করে চলেছেন মানবিক ও সমাজসেবকক ভবিষ্যৎ চেয়ারম্যান প্রত্যাশী মোঃ জুলফিকার আলী ভুট্টু।
আজ শুক্রবার সন্ধ্যায় ডোমকুলি অভায়া কবুতরপাড়া ঈদগাহ হাফেজিয়া মাদরাসায় এতিম শিশু ও শতাধিক মানুষকে নিজ অর্থায়নে ইফতার করান তিনি।
জুলফিকার আলী ভুট্টু বলেন,করোনা ভাইরাসের
বিস্তার ঠেকাতে বাংলাদেশ সরকার পুরো দেশ লক-ডাউন ঘোষনা করেন।এরফলে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ কর্মহীন হয়ে পড়েন এবং নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং অনেকেই বর্তমান সময়ে এক বেলা খেয়ে অন্য বেলা অনাহারে কাটাচ্ছেন,তাই আমি অনাহারিদের কথা ভেবে আমার সার্ধ অনুযায়ী নিজ অর্থায়নে পৌছে দিচ্ছি ত্রান সামগ্রী ও মাহে রমজান মাস উপলক্ষে দুস্থ্য ও এতিম বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করছি।
তিনি আরও বলেন,চেয়ারম্যানের দায়িত্ব পেলে আরো শক্ত অবস্থানে ইউনিয়ন বাসীর দুঃখ লাঘব করার সর্বোচ্চ চেষ্টা করব।যতদিন দেশের করোনা পরিস্থিতি স্থিতিশীল না হচ্ছে ততদিন ত্রাণ ও খাদ্য বিতরণ অব্যাহত থাকবে।ইউনিয়নের মধ্যে যারা অর্থশালী আছে তাদের এই মহামারির সময় মানুষের পাশে দাড়ানোর অহ্বান জানান জুলফিকার আলী
সাফিয়ান স্বাধীন,রাজশাহী
Leave a Reply