মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পল্লিতে রোজা রেখে সেচ্ছায় অসহায় এক কৃষকের ২বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছাত্রলীগ কর্মিরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এর নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মি উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের ওহেদুল ইসলাম নামে এক কৃষকের দুই বিঘা জমির ধান শুক্রবার সাকাল থেকে বিকেল পর্যন্ত কেটে,মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন ফুলবাড়ী ছাত্রলীগের কর্মিরা।
বোরো ধান কাটার ভরা মৌসুম শুরু হয়েছে। তাই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ধানকাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে এ অবস্থায় স্বেচ্ছাশ্রমে সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের ফুলবাড়ী ছাত্রলীগ।
দেশের যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে থাকতে চায় দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের এই কর্মীরা। আর এ সংকট উত্তোরণের লক্ষ্যেই কৃষকের এই ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন তারা সেইসাথে অসহায় কৃষকদের পাশে থেকে সহযোগীতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন ফুলবাড়ী ছাত্রলীগের কর্মীরা।
Leave a Reply