রাজু আহমেদ, সিংড়া: নাটোর সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরশন গ্রামের সুনিল (৪৮) নামে এক দিনমজুরের লাশ বাড়ির পাশে বাঁশঝার থেকে উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। ঐ গ্রামের সে কলিন চন্দ্রের পুত্র।
স্থানীয়দের ধারনা, প্রবিত্র নামে ১ জনের সাথে তাঁর স্ত্রী প্রতিমার পরকীয়ার সুত্র ধরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে।
লাশে জখমের কোন চিহ্ন তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
নিহতের পরিবার ও স্থানীয় ভাবে জানা যায়, রাতে কেবা কারা দরজায় নক করলে
সুনিল বাড়ি থেকে বের হয়ে যায়।
রাতে বাড়ি না ফিরলে স্ত্রী খোঁজাখুঁজি শুরু করে। পরে পাশের বাঁশঝারে লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল যায়।
সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সত্যটা স্বীকার করে জানান, কে কিভাবে মারলো, কিছু জানা যায়নি। বাড়ির পাশে বাঁশঝারে লাশ পাওয়া গেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিকি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করা হয়েছে।
রাজু আহমেদ
০৮/০৫/২০
০১৭২৪-০২৫৩৩৭
Leave a Reply