‘মানুষের প্রয়োজনে মানুষ’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি আসাদ করোনায় ঘরে থাকা কর্মহীনদের খাদ্য সহায়তা দিয়েছেন।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার গান্ধাইল সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে ষাট জন হতদরিদ্রের মাঝে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় তিনি বলেন, ‘হতদরিদ্রদের সহায়তা করার জন্য আমি ছাত্রলীগ নেতা আসাদকে ধন্যবাদ জানাই। দরিদ্রের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’ বিতরণ সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, সাবান ও সার্জিক্যাল মাস্ক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, গান্ধাইল ইউনিয়ন আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইমরুল কায়েস টিটু, সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।
Leave a Reply