মারুফ সরকার ,ঢাকা থেকে : করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের সাহায্য এগিয়ে এসেছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশের মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ত্রান হিসেবে এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর(প্রকিউরমেন্ট) পার্থ ভট্টাচার্য্য আজ দুপুরে গুলশান পুলিশের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর কাছে এ ত্রান সামগ্রী হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন গুলশান পুলিশের এডিসি আহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতি প্যাকেটে ৫ কেজি চাল,৫ কেজি আলু,১ কেজি ছোলা,১ কেজি চিনি ছিল।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনসংযোগ জামিল আহমেদ উপস্থিত ছিলেন।
মারুফ সরকার
ঢাকা
তারিখ -০৯-০৫-২০২০
মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১
Leave a Reply