মারুফ সরকার ,ঢাকা থেকে : ২য় বার এর মত ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দিলো আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘে। আজ ১০ ই মে রবিরার মোঃ মফিজ উদ্দিন ২৫ শতাংশ ধান কেটে তার ঘরে তুলে দিলেন । কিছু দিন আগে কৃষক মফিজ উদ্দিন ধান কাটার শ্রমিক না পাওয়ায় আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘের সভাপতি রিজভী আহম্মেদ বিজয় এর সাথে তার ধান কাটার জন্য প্রস্থাব করেন। তার প্রস্তাবের পরিপেক্ষিতে আজ ধান কাটা হয়।
সংগঠনের উপদেষ্টা জালাল আহমেদ , সভাপতি রিজভী আহম্মেদ বিজয় , সাধারণ সম্পাদক সোহাগ হাসান সাফিত , সাংগঠনিক সম্পাদক আবু-সাইদ আদনান সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম রণি, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আলাদিন মোল্লাসহ কমিটি ও সকল সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মারুফ সরকার
ঢাকা
তারিখ -১০-৫-২০২০
মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১
Leave a Reply