আব্দুন নূর,নেত্রকোনা প্রতিনিধিঃ সোমবার মদন উপজেলা পরিষদ পাবলিক হল মাঠে সরাসরি কৃষকদের কাছে থেকে ন্যায্য মূল্যে খাদ্যশস্য (ধান) সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে ৩ হাজার ৫শ ৩৪ জন কৃষকের মধ্যে থেকে নির্বাচন করা হয় ৭শ ৩১ জন কৃষক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃওয়ালীউল্লাহ সাহেবের নেতৃত্বে এ লটারির ব্যাবস্থা করা হয়।তিনি বলেন কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় তাই লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা দরে বুধবার থেকে বোরোধান সংগ্রহ করা হবে। তবে আমন মৌসূমে যাদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হয়েছিল তাদের নিকট থেকে এ মৌসূমে বোরো ধান সংগ্রহ করা হবে
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ,সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম
সামছুদ্দিন, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সম্পাদক তোফাজ্জল
হোসেন প্রমূখ।
এ বছর মদন উপজেলায় ১৭ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। পৌরসদরসহ উপজেলার ৮ ইউনিয়নে ২৭ হাজার কৃষক পরিবার রয়েছে। ন্যায মূল্য ধান বিক্রির জন্য লটারিতে আবেদন করেছিল ৩ হাজার ৫শ ৩৪ জন কার্ডদারী কৃষক। এর মধ্যে ১৪ হাজার ৫ মে.টন ধান বিক্রির সুযোগ পাবে ৭শ ৩১ কৃষক।
Leave a Reply