আব্দুল নূর,নেত্রকোনা প্রতিনিধিঃ আজ মঙ্গল বার নেত্রকোনায় আরো নতুন ২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গল বার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষায় তাঁদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা সর্বমোট ১৭৮০টি। আজ ৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে শনাক্তকৃত ০২জন।তারা হলেন
আটপাড়া উপজেলায় ০১জন।
(বয়স-৩২ বছর, গ্রাম-গোয়াতলা, ইউনিয়ন- শুনই)এবং মৃত গৌরাঙ্গ চন্দ্র পাল, বয়স-৪৫ গ্রাম- চৌড়াপাড়া, ইউনিয়ন- গাগলাজোর, মোহনগঞ্জ, নেত্রকোণা।
এ নিয়ে এ জেলায় ৮৭ জনের করোনা শনাক্ত হলো।
তাঁদের মধ্যে ২৬ জন নারী। গত ১০ এপ্রিল এ জেলায় প্রথম দুজনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খালিয়াজুরিতে ৬ জন, মদনে ৭ জন, কলমাকান্দায় ৪ জন, মোহনগঞ্জে ১৬ জন, বারহাট্টায় ১৩ জন, আটপাড়ায় ১৫ জন, কেন্দুয়ায় ১১ জন, পূর্বধলায় ৭ জন, দুর্গাপুরে ৩ জন ও সদর উপজেলায় ৫ জন রয়েছেন। তাঁদের মধ্যে ৩৯ জন পোশাককর্মী
সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান জানান, নেত্রকোনায় এ পর্যন্ত সুস্থ হয়ে ফিরে গেছেন ৩১জন।এবং মারা গেছেন ১ জন।
Leave a Reply