কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র লুৎফর রহমানকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে ব্যাটারি চালিত ভ্যান উপহার দিয়েছে কাজিপুর উপজেলা প্রশাসন।
ওই ব্যক্তি ভ্যান গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতে ইচ্ছুক। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে ভ্যান কিনতে ব্যর্থ হন। পরে গত মাসে (এপ্রিল) কাজিপুরের সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের অনুরোধে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সাথে আলোচনা করে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অনুদান দেয় উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ মে) বিকেলে তৈরিকৃত ওই ভ্যানগাড়ি নিয়ে লুৎফর রহমান দেখাতে আনে উপজেলা প্রশাসনকে।
লুৎফর রহমান জানান, ‘আমার খুব ইচ্ছে ভ্যান চালিয়ে ইনকাম করবো। কিন্তু ভ্যান ক্রয় করার মত টাকা আমার ছিল না। আমাকে ভ্যান কিনে দেয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।’
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে ইচ্ছুক কিন্তু ভ্যান ক্রয় করার পর্যাপ্ত অর্থ না থাকায় উপজেলা প্রশাসন থেকে তাকে অর্থ দিয়ে ভ্যান কিনতে সহযোগিতা করা হয়েছে। আশা করি তার এই পথ চলা মসৃণ হবে।’
Leave a Reply