যশোর ট্রাকের চাপায় নুর ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে শহরের চেকপোস্ট মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের আব্দুস ছালামের ছেলে ও ল্যাব এইড হাসপাতালের ফার্মেসিতে চাকুরি করেন।
নিহতের চাচা জীবন খাঁন বলেন, প্রতিদিনের ন্যায় রোববার সকালে নূর ইসলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। চাঁচড়া মোড় পার হওয়ার সময় মোজাহার কোম্পানির ড্রাম ট্রাকে তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে যশোর কোতয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply