কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ১৪ দলের মূখপাত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা ধৈর্য্য ধরে আর কিছুদিন ঘরে থাকুন, ইনশা- আল্লাহ্ করোনার বিপদ কেটে যাবে। জননেত্রি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সাহস জুগিয়ে চলেছে। মনে রাখবেন রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।’
রবিবার (১৭ মে) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে চালিতাডাঙ্গা বেগম আমিনা মনসুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আ.লীগের শাসনামলে একজন মানুষও না খেয়ে মারা যাবে না। সরকার আপনাদের পাশে আছে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। ইনশা- আল্লাহ জয় আমাদের হবেই।’
পরে ইউনিয়নের দুইশ মানুষের মাঝে নাসিমের নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সম্পাদক আবু সায়েম তালুকদারসহ আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।
Leave a Reply